1. nannunews7@gmail.com : admin :
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:১৫ অপরাহ্ন

বগুড়ায় জনসংযোগে স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতারা

  • প্রকাশের সময়ঃ- শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩২ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বগুড়া সদর আসনে উপ নির্বাচনে নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপুর পক্ষে শুক্রবার শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে শহরের রাজাবাজার, ফতেহ আলী বাজার, কাঠালতলা, থানা রোডসহ বিভিন্ন স্থানে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করা হয়।

এসময় স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল, কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান রবিন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আহসান হাবীব বাধন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এ কে এম এনামুল বারী টুটুল উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির প্রতীক নৌকা। নৌকায় ভোট দিলেই উন্নয়ন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। উন্নয়নের ধারা অব্যহত রাখতে বগুড়া সদরে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। বগুড়াকে সামনের দিকে এগিয়ে নিতে একজন দক্ষ যোগ্য প্রতিনিধি প্রয়োজন। নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপু একজন পরীক্ষিত রাজনীতিবীদ, তাকে নির্বাচিত করলে বগুড়ার সার্বিক উন্নয়ন হবে।

 

 

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640