1. nannunews7@gmail.com : admin :
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:১০ অপরাহ্ন

বঙ্গবন্ধু সেতুতে ট্রাক উল্টে পড়েছে রেললাইনে, ট্রেন যোগাযোগ বন্ধ ৩ ঘণ্টা

  • প্রকাশের সময়ঃ- রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:-

শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় বঙ্গবন্ধু সেতুর ট্রেন লাইনের উপর ট্রাক উল্টে পড়ার ঘটনায় বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ। শেষ খবর পাওয়া পর্যন্ত, দুর্ঘটনা কবলিত ট্রাকটি সড়াতে কাজ করছে সেতু কর্তৃপক্ষ।
এ সময় নয়টি ট্রেন সেতুর দুপাশের স্টেশনে আটকা পড়ে।

বঙ্গবন্ধু সেতুর ওপর গাছের গুঁড়ি বোঝাই একটি ট্রাক উল্টে পাশের রেল সড়ক আটকে যাওয়ায় ঢাকা থেকে উত্তরের পথে তিন ঘন্টা ট্রেন চলাচল করতে পারেনি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, উত্তরাঞ্চল থেকে ট্রাকটি সেতুর ২১ নম্বর পিলারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এ সময় ট্রাকে থাকা গাছের গুঁড়িগুলো সেতুরে উত্তর পাশের রেল লাইনের ওপর গিয়ে পড়ে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনের মাস্টার মো. সোহরাওয়ার্দী জানান, রাত ১০টা ২২ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় সেতুর পূর্বপাড়ে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী আটটি এবং পশ্চিমপাড়ে একটি ট্রেন আটকা পড়ে।
পুলিশ ও সেতু কর্তৃপক্ষের শ্রমিকরা ট্রাক ও গাছের গুঁড়ি সরিয়ে নেওয়ার পর রাত ২টা থেকে সেতু দিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

দুর্ঘটনা কবলিত ট্রাক ও গাছের গুঁড়ি অপসারণের পর থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640