নিজস্ব প্রতিবেদক
বরিশাল বিভাগের ৬ জেলার সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, ডিইউজে’র সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, পিরোজপুর জেলা প্রশাসক জাহেদুর রহমান, পুলিশ সুপার সাঈদুর রহমান, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম স্বপন। সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল।