1. nannunews7@gmail.com : admin :
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন

বাংলাদেশ দলে পরিবর্তন, ইংলান্ড সিরিজে

  • প্রকাশের সময়ঃ- শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৬ পড়া হয়েছে

ডেস্ক নিউজ;-

ইংল্যান্ডের বিপক্ষে আগামী মাসের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের বাংলাদেশ দলে আনা হয়েছে পরিবর্তন। সবশেষ ভারতের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাসুম। দলে ফেরানো হয়েছে তাইজুলকে।

বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে একটি ম্যাচ খেলে ১০ ওভারে ৫৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন নাসুম। টি-টোয়েন্টিতে তিনি বাংলাদেশ দলের নিয়মিত মুখ হলেও ওয়ানডেতে সুযোগ সেভাবে পাননি।

গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব আল হাসান না থাকায় নাসুমের ওয়ানডে অভিষেক হয়। সেই সিরিজে দারুণ বোলিংয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর ভারতের বিপক্ষে এক ম্যাচ খেলে বাদ পড়লেন নাসুম।

তাইজুল বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত সদস্য হলেও সীমিত ওভারের ক্রিকেটে কখনও থিতু হতে পারেননি। ৮ বছর আগে ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করলেও সব মিলিয়ে ক্যারিয়ারে খেলতে পেরেছেন স্রেফ ১২ ওয়ানডে।

সাম্প্রতিক সময়ে যখনই সুযোগ পেয়েছেন, তিনি অবশ্য খারাপ করেননি। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি ম্যাচে সুযোগ পেয়ে উইকেট নেন ৫টি। পরের মাসে জিম্বাবুয়ে সফরে ২ ম্যাচে নেন ৩ উইকেট।

এরপর আবার ভারতের বিপক্ষে সিরিজের দলে তিনি হারান জায়গা। সে সময় তার বাদ পড়াটা যদিও প্রশ্নবিদ্ধ ছিল কিছুটা। তবে বাদ পড়ার পর দলে ফেরানোর দাবিও তিনি তেমনভাবে জানাতে পারেননি। গত নভেম্বরে ৫০ ওভারের ম্যাচের সংস্করণে বিসিএলে প্রথম ম্যাচে ৪ উইকেট নিলেও পরের ম্যাচে ১০ ওভারে ৭১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। উইকেটের দেখা পাননি পরের ম্যাচেও।

এবার বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে স্রেফ তিনটি ম্যাচে সুযোগ পান অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। উইকেট পান কেবল ১টি।

বাদ পড়াদের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য নাম এনামুল হক। গত ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড ১ হাজার ১৩৮ রান করে তিনি ওয়ানডে দলে ফেরেন। আগস্টে জিম্বাবুয়ে সফরে ৭৩ ও ৭৬ রানের দুটি ইনিংসও খেলেন। কিন্তু ভারতের বিপক্ষে সিরিজে তিন ম্যাচ মিলিয়ে করেন ৩৩ রান।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640