ডেস্ক নিউজ
তাসকিনের পর বিপিএল থেকে ছিটকে গেছেন তামিম ইকবালও। ইংল্যান্ড সিরিজের আগে চোটে পড়লেন ওয়ানডে অধিনায়ক। আগেরবারও ইনজুরির কারণে খেলতে পারেননি। ভারতের বিপক্ষে তামিমের পরিবর্তে অধিনায়কত্ব করেন লিটন দাস।
এদিকে খুলনার এখনো দুই ম্যাচ বাকি। এই দুই ম্যাচেও খেলতে পারবেন না তামিম। ইংল্যান্ড সিরিজের কথা মাথায় রেখেই তামিমকে নিয়ে ঝুঁকি নিতে চান না খুলনার কোচ খালেদ মাহমুদ।
তিনি জানান, ‘তামিমের পিঠে ব্যথা ছিল, ইনজেকশন নিয়েছিল ব্যাংকক থেকে। সামনে ইংল্যান্ড সিরিজ, সেটা নিয়েই আমাদের মূল চিন্তা। সে জন্যই তামিমকে বিশ্রাম দেওয়ার চিন্তা করেছি, খেললে আরও খারাপ হতে পারে।’
খুলনা এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয়ের দেখা পেয়েছে। প্লে-অফে খেলার সম্ভাবনাও শেষ। মাহমুদ সে প্রসঙ্গে বলছিলেন, ‘পরিস্থিতি যদি অন্য রকম হতো, আমরা যদি কোয়ালিফায়ারে থাকতাম, তাহলে ভিন্ন কথা ছিল। তখন তামিমও হয়তো অন্যভাবে চিন্তা করত। এখন যেহেতু আমাদের সে সুযোগ নেই, বিপিএলে তাই ব্রেক দেওয়াটাই ঠিক মনে করেছি।’
খুলনা ভালো না করলেও বিপিএলে তামিম রানের মধ্যেই ছিলেন। ১০ ম্যাচে ৩৩ গড়ে করেছেন ৩০২ রান। সর্বোচ্চ ৯৫ রান এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে।