1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৯:২৯ অপরাহ্ন

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু আজ

  • প্রকাশের সময়ঃ- শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৬৬ পড়া হয়েছে

ডেস্ক নিউজঃ-
আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে মাওলানা সাদ অনুসারী কয়েক লাখ মুসল্লি। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ আসর পাকিস্তানের ভাই হারুন কুরেশীর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।

আগামী রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী ও নিজামুদ্দীন অনুসারী মো. সায়েম জানান, আগামী শুক্রবার (২০ জানুয়ারি) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু একদিন আগেই বৃহস্পতিবার বাদ আসর আম বয়ানের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। উর্দুতে পাকিস্তানের ভাই হারুন কুরেশী আম বয়ান করেন। পরে তা বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মনির।

তিনি জানান, বাদ মাগরিব হিন্দিতে বয়ান করবেন ভারতের মাওলানা জমশেদ। পরে তা বাংলায় তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ। এর আগে বাদ জোহর মাওলানা ফারুক বয়ান করেন। পরে তা বাংলায় তরজমা করেন মাওলানা আশরাফ আলী। এ পর্যন্ত প্রায় ৫০টি দেশের প্রায় সাড়ে চার হাজার মুসল্লি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়েছে।
ইতোমধ্যে মাওলানা সাদ অনুসারী দেশের ৬৪ জেলা ও বিদেশি লাখ লাখ মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে উপস্থিত হয়েছে। এছাড়া ইজতেমায় অংশ নিতে ময়দানে মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে।

ইজতেমার দ্বিতীয় পর্বে মুসল্লিদের জন্য ৮৫টি খিত্তায় ভাগ করা হয়েছে। ভোগান্তি এড়াতে মুসল্লিরা আগে থেকেই অবস্থান নেয় ময়দানে।

গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) মাওলানা সাদ অনুসারীরা ময়দান তাদের হেফাজতে নেন। এরপর বুধবার (১৮ জানুয়ারি) সকাল থেকেই ইজতেমা ময়দানের টুকিটাকি কাজ সেরে দ্বিতীয় পর্বের প্রস্তুতি নেয়। একেক জনকে একেক রকম দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন মুরুব্বিরা। এদিকে ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা মাওলানা সাদ অনুসারী বিদেশি মুসল্লিদের রিসিভ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে দ্বিতীয় পর্বের আয়োজক সদস্যরা।

এর আগে গত রোববার (১৩ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640