নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মামলা করাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নে এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, পানিশ্বর ইউনিয়নের বড়ইবাড়ি গ্রামের হারিজ মিয়া গোষ্ঠী ও সোলেমান মিয়া গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সোলেমান মিয়ার গোষ্ঠীর লোকজন হারিজ মিয়ার গোষ্ঠীর জালাল নামে একজনের হাত ভেঙে দেন। এ ঘটনার পর আহত জালাল শুক্রবার সরাইল থানায় মামলা করতে যান।
এ নিয়ে সোলেমানের গোষ্ঠীর লোকজন ক্ষুব্ধ হয়ে হারিজের গোষ্ঠীর লোকজনের ওপর হামলা চালান। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতদের ধরতে পুলিশ অভিযানে রয়েছে। পরবর্তী যেকোনো ধরেনর বিশৃঙ্খলা এড়াতে সেখানে পুলিশ দায়িত্ব পালন করছে।