ডেস্ক নিউজঃ- বিশ্ব অর্থনীতি মন্দার প্রভাবে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৯-১০ পর্যন্ত পৌঁছেছিল। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ বেশি উপলদ্ধি করতে পেরেছে এই মূল্যস্ফীতি। ফলে দেশের নিম্ন আয়ের মানুষগুলো খাদ্য নিরাপত্তায় ভুগছে এমন তথ্য উঠে এসেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) জরিপে।
বুধবার মহাখালী ব্রাক সেন্টারের হল রুমে আয়োজিত “কেমন আছেন নিম্ন আয়ের মানুষ” শিরোনামে সানেমের জরিপ প্রকাশ অনুষ্ঠানে ড. সেলিম রায়হান এসব তথ্য জানান। তিনি বলেন, বেড়ে যাওয়া খরচের প্রভাবে নিম্ন আয়ের মানুষদের বিভিন্নভাবে সামঞ্জস্য করতে হচ্ছে। এ সময় খাদ্যে জাতীয়ভাবে খরচ বেড়েছে ১৭.২ শতাংশ। এছাড়া শহর অঞ্চলে এ খরচ বেড়েছে ১৯ শতাংশ এবং গ্রামাঞ্চলে বেড়েছে ১৫.৫ শতাংশ।