নিজস্ব প্রতিবেদকঃ-
প্রতিষ্ঠানটি অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্নও ব্যবহার করছিল।
কৃত্রিম রং ও ইটের গুঁড়া মিশিয়ে মরিচের গুড়া প্যাকেটজাত করার দায়ে বরিশালে এক ব্যবসায় প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআইয়ের উপ-পরিচালক মো. জাকির হোসেন মিয়া জানিয়েছেন, মঙ্গলবার নগরীর হাটখোলা মরিচপট্টি রোডের মেসার্স খান স্টোরে এ অভিযান চালানো হয়।
জাকির হোসেন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ছিলেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম এম রকিবুল হাসান।
জাকির হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালত নগরীর হাটখোলা মরিচপট্টি রোডের মেসার্স খান স্টোরে অভিযান করে।
এ সময় সেখান থেকে কৃত্রিম রং ও ইটের গুঁড়া মিশিয়ে মরিচের গুঁড়া উৎপাদন করার সময় হাতে-নাতে ধরা পড়ে। এছাড়া অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্নও ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি।
তাই তাদের এক লাখ টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান।