1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৯:৫৭ অপরাহ্ন

মাদারীপুরে ঘনকুয়াশায় পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

  • প্রকাশের সময়ঃ- বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৯ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-

গাছের সঙ্গে গাড়ির ধাক্কায় চালক শওকত ঘটনাস্থলেই নিহত হন।

মাদারীপুর সদরে ঘনকুয়াশায় একটি পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল মোল্লা।
নিহতের নাম শওকত আলী শেখ। ৪৫ বছরের এই পিকআপ ভ্যান চালক গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার শহর আলী শেখের ছেলে।

পরিদর্শক গোলাম রসুল মোল্লা বলেন, মঙ্গলবার রাতে সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ডের কাছে একটি পিকআপ ভ্যান গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় গাড়ির চালক শওকত আলী শেখ ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশায় গাড়ির নিয়ন্ত্রণ হারান চালক।
তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640