1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০২:৩৮ অপরাহ্ন

মালয়েশিয়াসহ ৭ দেশে ঈদ শনিবার

  • প্রকাশের সময়ঃ- বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৮ পড়া হয়েছে

ডেস্ক নিউজঃ- মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সিংগাপুর ও জাপানে ঈদুল ফিতর উদ্‌যাপন করা হবে আগামী শনিবার। বৃহস্পতিবার দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এই সাত দেশেই রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। সে হিসাবেই শনিবার হবে শাওয়াল মাসের প্রথম দিন। এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর সংশ্লিষ্ট চাঁদ দেখা কর্তৃপক্ষগুলো বৈঠকে বসবে। এসব দেশে বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদুল ফিতর উদ্‌যাপন করা হবে, না গেলে ঈদুল ফিতর হবে শনিবার। এদিকে বাংলাদেশে চাঁদ দেখা কমিটি বৈঠকে বসছে শুক্রবার। এদিন চাঁদ দেখা গেলে দেশেও ঈদুল ফিতর পালন করা হবে শনিবার। আর শুক্রবার চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর হবে রোববার। এর মধ্যে অবশ্য আবহাওয়া অধিদপ্তর চাঁদের স্থানাঙ্ক বিশ্লেষণ করে জানিয়েছিল, শুক্রবার সন্ধ্যাতেই দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।

তবে ঈদ উদ্‌যাপনের ঘোষণা চাঁদ দেখা কমিটিই দেবে বলে জানিয়েছিল অধিদপ্তর। তবে তাদের এ বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণী তথ্য সমালোচনার মুখে পড়ে।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640