ডেস্ক নিউজ
কাতারের ছন্দটা ফ্রান্সেও ধরে রেখেছেন লিওনেল মেসি। বিশ্বকাপের পর পিএসজির হয়ে ৫ ম্যাচে ৩ গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। পরশু রাতে লিগ আঁতে তুলুজের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে দলের জয়সূচক গোলটি করেছেন মেসি।
দারুণ ছন্দে থাকা মেসি পিএসজিতে চুক্তির মেয়াদ বাড়াবেন। তিন মাস ধরে এ নিয়ে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে কথা বলেছে পিএসজি।
কাতার বিশ্বকাপ চলাকালে দুই পক্ষ চুক্তির মেয়াদ বাড়ানোয় কিছু নীতিগত বিষয়ে একমতও হয়। লা পারিসিয়ান তখন জানিয়েছিল, মেসি ছুটি কাটিয়ে পিএসজিতে ফেরার পর সবকিছু পাকাপোক্ত হবে। এবার আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানাল, মেসিকে নিজেদের কাছে রেখে দিতে আলোচনা শুরু করে দিয়েছে প্যারিসের ক্লাবটি।
দুর্দান্ত ছন্দে থাকায় স্বাভাবিকভাবেই মেসিকে ধরে রাখতে চাইছে পিএসজি। এ ব্যাপারে ক্লাবটির ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস ফুটবলবিষয়ক অনুষ্ঠান ‘টেলেফুট’-এ বলেছেন, ‘চুক্তি নবায়ন নিয়ে মেসির সঙ্গে আলোচনা চলছে। কর্মপরিকল্পনায় ওকে রেখে দেওয়াই এই মুহূর্তে আমাদের লক্ষ্য। বিষয়টা লুকোনোর কিছু নেই।’
বিশ্বকাপে আর্জেন্টিনা দল যেমন মেসির জন্য সবটুকু উজাড় করে দিয়ে খেলেছে, পিএসজিতেও শিষ্যদের মেসির জন্য খেলার আহ্বান জানিয়েছেন কোচ ক্রিস্তফ গালতিয়ের। আর ক্রীড়া পরিচালক কাম্পোস তাকে নেতা হিসেবে দেখতে চেয়েছেন।