1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:০০ অপরাহ্ন

মেসিকে বার্সায় ফেরার পরামর্শ, অঁরির দর্শকের সমালোচনা

  • প্রকাশের সময়ঃ- মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৬০ পড়া হয়েছে

ডেস্ক নিউজঃ-

মাইলফলক ছোঁয়ার দিনগুলোতে সব জায়গায়ই উষ্ণ অভ্যর্থনা পেয়ে অভ্যস্ত লিওনেল মেসি। কিন্তু প্যারিসে আসার দেড় বছর পেরিয়ে গেলেও পিএসজিকে নিজের করে নিতে পারছেন না মেসি। এই যেমন লিওঁর বিপক্ষেও দুয়ো শুনতে হল তাকে।পিএসজির হয়ে ৫০তম ম্যাচ খেলতে নেমেছিলেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকা। বিশেষ রাতে কোথায় দর্শকদের অভিনন্দনে সিক্ত হবেন, উল্টো দুয়ো শুনেছেন। এমন ঘটনার পর আরও একবার ফুটবল-বিশ্বে একটি প্রশ্ন ঘুরছে-এরপরও কি মেসি প্যারিসে থাকবেন? প্রশ্নটা আসলে ঘুরছে অনেক দিন থেকেই। বিশেষ করে পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তি নিয়ে আলোচনা এগোচ্ছে না দেখে।

এখন তো ফুটবল আকাশে জোর গুঞ্জন-মেসি আবার বার্সেলোনায় ফিরতে পারেন। তার সাবেক বার্সেলোনা সতীর্থ থিয়েরি অঁরিও মেসি ‘আর্জেন্টিনার বস’ উল্লেখ করে তাকে ক্যাম্প ন্যুতে ফেরার পরামর্শ দিয়েছেন।মেসিকে দুয়ো দেওয়ায় পিএসজির সমর্থকদের সমালোচনা করেছেন ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড অঁরি বলেছেন, ‘পার্ক দে প্রিন্সেসে (নিজেদের সমর্থকদের) দুয়ো শোনাটা লজ্জার বিষয়। আপনি দলের অন্যতম সেরা খেলোয়াড়কে দুয়ো দিতে পারেন না। সে (চলতি মৌসুমে) ১৩টি গোল করেছে, ১৩টি গোলে করেছে সহায়তা।’

২০০৭ থেকে ২০১০-এই তিন মৌসুম বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন অঁরি ও মেসি। সাবেক সতীর্থকে আবার বার্সেলোনায় ফেরার পরামর্শ এভাবে দিয়েছেন অঁরি, ‘এটা কোনো তথ্য নয়। এটা আমার আশা যে ফুটবলের ভালোবাসার জন্য মেসি আবার বার্সেলোনায় ফিরুক।’

 

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640