ডেস্ক নিউজ;-
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘হাসপাতাল মানুষের সেবার জন্য আমরা সেই সেবাটি নিশ্চিত করতে চাই। যারা সেবা দিতে পারবেনা সেবায় যারা বাধাগ্রস্ত করবে তাদেরকে আমরা হাসপাতালে রাখবো না’।
‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিছু সিন্ডিকেটের কথা আমাদের কানে এসেছে ইনশাআল্লাহ আগামীতে আর কোন সিন্ডিকেট থাকবে না’।
বৃহস্পতিবার (১৬ফেব্রুয়ারি) দুপুরে ১শ শয্যার মা ও শিশু হাসপাতালের উদ্বোধন শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখেন এবং বিভিন্ন রোগীদের চিকিৎসা সেবা নিয়ে খোঁজ খবর নেন। হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, আমরা বেশ কিছু রোগীর সঙ্গে কথা বলেছি অনেকে বলেছেন তারা চিকিৎসা সেবা ভালো পাচ্ছেন ওষুধও পাচ্ছেন। তবে বেশ কিছু রোগী অভিযোগ করেছে তারা ওষুধ পাচ্ছেন না খাবারও ভালোভাবে পাচ্ছেন না। আমরা সে বিষয়টি দেখব এবং ব্যবস্থা গ্রহণ করব। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুটা হয়েছে হয়তো আমরা আসার খবরে। তবে এটি আরো বেশি প্রয়োজন ছিল। যেহেতু অনেক পুরনো হাসপাতাল অনেক কিছু মেরামতের প্রয়োজন রয়েছে এবং প্রাঙ্গন গুলো সাপসুত্রা যতটুকু করেছে আরো করা প্রয়োজন। আমরা এখানে কিছু কিছু জায়গায় দেখেছি ময়লা আছে এবং বাইরে অনেক লোকজন ঘোরাফেরা করছে ভিতর অনেক লোকজন আমরা দেখেছি। এটা অনেক বড় হাসপাতাল রংপুরের জন্য একটা ঐতিহ্যবাহী হাসপাতাল। আরো সুসজ্জিত হওয়া দরকার আরো পরিস্কার পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সারাদেশেই হাসপাতালগুলো ঘুরছি দেখছি কোভিডের কারণে আমরা সব জায়গায় যেতে পারিনি। আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা ও গাইডলাইন্সে আমরা করোনা নিয়ন্ত্রণে এনেছি এবং রংপুর জেলা অনেক ভালো করেছে। কোভিডের সময় স্বাস্থ্য সেবায় রংপুর অনেক ভালো করেছে। আমরা এখন আশা করি আগামীতে চিকিৎসা সেবায়ও অনেক ভালো হবে। সরকার স্বাস্থ্য খাতে অনেক বরাদ্দ্য দিয়েছে অনেক যন্ত্রপাতিও দিয়েছে অনেক লোকজনও দিয়েছি। স্বাস্থ্যসেবা আমরা আরও ভালো পেতে চাই, যে সেবা এখন আমরা পাচ্ছি তাতে আমি পুরোপুরি সন্তুষ্ট নই বলে জানান মন্ত্রী।
এরআগে মা ও শিশু হাসপাতাল উদ্বোধন করতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী জানান, হাসপাতাল সম্বন্ধে আমরা ইতোমধ্যেই অনেক কিছু জেনেছি ওখানে কিছু অব্যবস্থাপনা ছিল। সেগুলোকে দূর করে নতুন নতুন লোক দেয়া হয়েছে। নতুন পরিচালক আরো নতুন যারা ওখানে ডাক্তার আছে নার্স আছে অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা আছে সেখানেও কিছু পরিবর্তন আনা হয়েছে। রংপুর একটা ঐতিহ্যবাহী ডিভিশন। মাননীয় প্রধানমন্ত্রী এই ডিভিশনের প্রতি বিশেষ নজর দিয়ে থাকেন আমরাও এই ডিভিশনের দিকে খেয়াল রাখি। আমাদের মাননীয় স্পিকারও এই এলাকা থেকেই নির্বাচিত কাজেই এই এলাকাটি বিশেষ নজরে থাকে।