নিজস্ব প্রতিবেদকঃ- কুষ্টিয়ার ভেড়ামারাতে সরকার ও প্রশাসনকে আঙ্গুল দেখিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে বিভিন্ন ধরনের নকল বিড়ি, ব্যান্ডলের রমরমা ব্যবসা চালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ভেড়ামারা ধরমপুর সাতবাড়ি, ভাঙাপুল গ্রামের সোহাগ আলী ও সুইট নামে বাঁধন বিড়ি নকল ভাবে তৈরী করে নকল ব্যান্ডল লাগিয়ে বাজারে বিক্রি করছে। বিস্বস্ত সূত্র ও এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার ভেড়ামারায় নকল বিড়ি ব্যান্ডলের রমরমা ব্যবসা কুষ্টিয়ার ভেড়ামারাতে সরকার ও প্রশাসনকে আঙ্গুল দেখিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে নকল বিড়ি, ব্যান্ডলের রমরমা ব্যবসা চালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ভেড়ামারা ধরমপুর সাতবাড়ি, ভাঙাপুল গ্রামের সোহাগ আলী ও সুইট বাঁধন বিড়ি নকল করে তৈরী করে নকল ব্যান্ডল লাগিয়ে বাজারে বিক্রি করছে। বিস্বস্ত সূত্র ও এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার ধরমপুর গ্রামের হাসানুজ্জামান হাসার ছেলে সোহাগ আলী ভাঙাপুল গ্রামের রেজাউল রেজুর ছেলে মুস্তাফিজুর রহমান সুইট এই দুই ব্যক্তি বাঁধন বিড়ি নকল করে ব্যান্ডল ও তামাক পাতা নকল করে বাড়িতে তৈরি করে বাজারে বিক্রি করে। গোপন ভাবে এই বিড়ি তৈরি করে রাতের আধাঁরে বিভিন্ন হাট-বাজারে এজেন্ট ও বড় ব্যবসায়ীদের নিকট আসল বিড়ি বলে সঠিক দামে বিক্রি করে থাকে। নকল ব্যান্ডেল লাগিয়ে নকল বিড়ি তৈরি ও বিক্রির অভিযোগে বাঁধন বিড়ির প্রোপাইটার বাঁধনের, আইনকে তোয়াক্কা না করে নকল বিড়ির ব্যবসা পুরা দমে চালিয়ে আসছে। এ বিষয়ে সোহাগ আলী ও সুইটের সাথে কথা হলে বলেন আপনার যা শুনেছেন সব মিথ্যা আমরা কোন নকল বিড়ি তৈরি করি না। এ বিষয়ে ভেড়ামারা কাস্টম সুপারের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমরা এ বিষয়ে জানি তাদের দুজনকে মৌখিকভাবে সাবধান করেছি এবং তার বাড়িতে যেয়ে কোন কিছু পাই নাই। নকল ব্যান্ডেল লাগিয়ে নকল বিড়ির ব্যবসার জন্য সরকার প্রচুর রাজস্ব হারাচ্ছে।
স্থানীয় সচেতন মহল এসব নকল কারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।