মীর নাদিহ, বার্তা সম্পাদক।। কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ীয়া বাজারে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত ০৮/০৪/২০২৩ইং তারিখে মাদক ব্যবসায়ীরা হত্যা উদ্দেশ্য সাংবাদিক নাসির উদ্দিনের উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। সাংবাদিক নাসির উদ্দিনের উপর মাদক কারবারিদের এই জঘন্যতম হামলা কুষ্টিয়াবাসী দেখেছে। মহান আল্লাহ্ রহমতে সাংবাদিক নাসির উদ্দিন প্রাণে বেঁচে যায়। এই হামলার নেতৃত্ব দেয় মঙ্গলবাড়ীয়া এলাকার মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও দেশী-বিদেশী অস্ত্র ব্যবসায়ী আলামিন ও সালাম। এর সাথে আরও ছিলো সালাফ ও মেহেদী। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন আলামিন ও সালাম এলাকায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতায় কার্যক্রম পরিচালনা করে আসছে। নাসির উদ্দিনের উপর হত্যা উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মঙ্গলবাড়ী বাজারের মুরগির ব্যবসার অন্তরালে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং পরিচালনাকারী আলামিন ও সালাম মুরগী জবাই করা ধারালো অস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। এই সেই চিহ্ন সন্ত্রাসী আলামিন যার নামে সিএনজি চালক হত্যা মামলা, ডাকাতি, মাদক ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে আমরা জেনেছি। আর সালামের নামে একাধিক মাদক মামলা আছে বলে জানা যায়।
আলামিন ও সালাম কিশোরদের ব্যবহার করত, মাদক বিক্রি ও ছিনতায়ের কাজে। কিশোরা বেপরোয়া এবং নিজের হিরোইজম দেখানোর জন্য যেকোনো অপরাধ করতে দ্বিধা করে না। তাদের এই বেপরোয়া আচরণকে ইন্ধন বা নতুন অস্ত্র হিসেবে ব্যবহার করছে এই সব মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং পরিচালনাকারীরা। সাংবাদিক নাসির উদ্দিন হত্যা চেষ্টা মামলার মুল পরিকল্পনাকারী আসামী আলামিন ও সালাম এখন আটক প্রশাসনের কাছে।
সাংবাদিক নাসির বলেন, চিহ্ন মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও দেশী-বিদেশী অস্ত্র ব্যবসায়ী আলামিন ও সালামের কঠোর থেকে কঠোর তম বিচার জেনো হয়। আমার মত পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের আর কোন সাংবাদিককে যেনও হামলার শিকার হতে না হয়। আর এদের মাথার উপরের ইন্ধন দাতাকে, তাও খুঁজে বের করা হোক।