1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০১:৪২ অপরাহ্ন

সাংবাদিক নাসির হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী আলামিন ও সালাম এখনও পলাতক

  • প্রকাশের সময়ঃ- বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৯১ পড়া হয়েছে
প্রধান আসামী আলামিন ও সালাম
প্রধান আসামী আলামিন ও সালাম

মীর নাহিদ।।

ফলোআপ নিউজ,  কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ীয়া বাজারে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত ০৮/০৪/২০২৩ইং তারিখে মাদক ব্যবসায়ীরা হত্যা উদ্দেশ্য সাংবাদিক নাসির উদ্দিনের উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। সাংবাদিক নাসির উদ্দিনের উপর মাদক কারবারিদের এই জঘন্যতম হামলা কুষ্টিয়াবাসী দেখেছে। মহান আল্লাহ্‌ রহমতে সাংবাদিক নাসির উদ্দিন প্রাণে বেঁচে যায়। এই হামলার নেতৃত্ব দেয় মঙ্গলবাড়ীয়া এলাকার মাদক, কিশোর গ্যাং ও দেশী-বিদেশী অস্ত্র ব্যবসা পরিচালনাকারী আলামিন ও সালাম । এর সাথে আরও ছিলো সালাফ ও মেহেদী এবং নাম না জানা অনেকেই। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন সালাম ও আলামিন এলাকায় মাদক ও ছিনতায় কার্যক্রম পরিচালনা করে আসছে। নাসির উদ্দিনের উপর হত্যা উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মঙ্গলবাড়ী বাজারের মুরগির ব্যবসার অন্তরালে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং আলামিন ও সালাম মুরগী জবাই করা ধারালো অস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। কিশোরদের ব্যবহার করত, মাদক বিক্রি ও ছিনতায়ের কাজে। কিশোরা বেপরোয়া এবং নিজের হিরোইজম দেখানোর জন্য যেকোনো অপরাধ করতে দ্বিধা করে না। তাদের এই বেপরোয়া আচরণকে ইন্ধন বা নতুন অস্ত্র হিসেবে ব্যবহার করছে এই সব মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং পরিচালনাকারীরা। সাংবাদিক নাসির উদ্দিন হত্যা চেষ্টা মামলার মুল পরিকল্পনাকারী আসামী আলামিন ও সালাম এখনও ধরা ছোয়ার বাইরে আছে। এই চিহ্ন মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং পরিচালনাকারীরা বর্তমানে সাংবাদিক নাসির উদ্দিনকে মুঠোফোনে সপরিবারে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। সাংবাদিক নাসির বলেন, প্রানের বেঁচে গেলো আমি আজ  নিরাপত্তাহীনতায় ভুকছি। আজ ০১ মাস পেরিয়ে গেলেও হত্যা চেষ্টার মুল পরিকল্পনাকারী আলামিন ও সালাম আজ ও ধোরা ছোয়ার বাইরে কেনও। কিসের সে এক অদৃশ্য শক্তির কাছে প্রশাসন যেনও নিরুপায়। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। এবং এমন বিচার হোক যেনও আর কোন সাংবাদিকের দিকে হাত তো দুরের কথা চোখ তোলার সাহসও যেনও না পায় আর কোন অপরাধী।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640