1. nannunews7@gmail.com : admin :
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:৩৮ অপরাহ্ন

সাকিব-তামিম দ্বন্দ্ব চরমে, মুখ দেখাদেখিও বন্ধ: পাপন

  • প্রকাশের সময়ঃ- শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১ পড়া হয়েছে

বার্তা সম্পাদক- মীর নাহিদঃ-

 

 

ডেস্ক নিউজঃ-

খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনই স্বীকার করলেন সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার সম্পর্কের শীতলতা এখন আর অনুমাননির্ভর কিছু নয়। তিনি বললেন, এই দুই ক্রিকেটারের মধ্যে রীতিমতো মুখ দেখাদেখি বন্ধ। দুজনের সম্পর্ক ঠিক করার চেষ্টা করেও সফল হননি।

ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে নাজমুল হাসান পাপন দাবি করেছেন, জাতীয় দলের ড্রেসিংরুম এখন মোটেও ‘স্বাস্থ্যকর’ নয়, সেখানে সিনিয়র ক্রিকেটারদের রেষারেষির পাশাপাশি চলছে ‘গ্রুপিং’।

তিনি বলেন, ‘এটা কোনো স্বাস্থ্যকর ড্রেসিংরুম না, এটুকু গ্যারান্টি দিতে পারি। এমন নয় আমি সাকিব-তামিমের সমস্যা সমাধানের চেষ্টা করিনি। আমি দুজনের সাথেই কথা বলেছি এবং বুঝতে পেরেছি এটা সমাধান করা এ মুহূর্তে সহজ নয়। এটা আমার মূল্যায়ন।’

‘দুজনকেই একটা কথা বলেছি- জানি না তোমাদের মধ্যে কী হচ্ছে, তবে যখন কোনো ম্যাচ বা সিরিজ তোমরা খেলছো, এসব বিষয় যেন সামনে না আসে। দুজনই সে নিশ্চয়তা দিয়েছে। বাইরে তারা কী করছে জানি না, তবে ড্রেসিংরুমে তারা যেন কথা বলে।’

পাপন আরও বলেন, ‘তাদের (সাকিব ও তামিম) মাঠে এবং ড্রেসিংরুমেও কথা বলতে হয়। ড্রেসিংরুমের পরিবেশও খারাপ ছিল, তবে কিছুটা উন্নতি হয়েছে। এই সিরিজ থেকে (ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজ) আমি অন্তত ড্রেসিংরুমে এটি (তাদের সম্পর্ক) পরিবর্তন করতে চাই। তারা বাইরে যা করে তা আমার জন্য চিন্তার বিষয় নয়।’

দলের গ্রুপিংই এখন ক্রিকেটের জন্য সবচেয়ে ক্ষতির কারণ, এমনটিই মনে করেন বোর্ড প্রধান। পাপন বলেন, ‘এই গ্রুপিংই এখন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা। আর কিছু নিয়ে আমার সমস্যা নেই। আমি এই গ্রুপিং নিয়েই চিন্তিত। ইদানীংকালে এসব শুনছি। এমনকি বিশ্বকাপেও এমন কিছু শুনিনি। আমি বিশ্বাস করতে পারি না, এসব কী করে সম্ভব। ভবিষ্যতে ভালো কিছু পেতে হলে আমাদের এটা বন্ধ করতে হবে। সবাইকে বুঝতে হবে গ্রুপিংয়ের কোনো সুযোগ নেই।’

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640