ডেস্ক নিউজঃ-
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ২২ রানে হারাল বাংলাদেশ। চট্টগ্রামে সোমবার বাংলাদেশ ১৯.২ ওভারে ৫ উইকটে ২০৭ রান তোলার পর নামে বৃষ্টি। ইনিংস শেষ হয় ওখানেই। আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় পরে ৮ ওভারে ১০৪ রান। ৫ উইকেট হারিয়ে তারা করতে পারে ৮১ রান। টস হেরে ব্যাটিং পেয়ে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, উইকেটের সম্ভাব্য আচরণের কোনো ধারণা তার নেই। যত বেশি সম্ভব রান তুলতে চান তারা। সেই পথে দলকে এগিয়ে নেন দুই ওপেনার লিটন ও রনি। পাওয়ার প্লেতে বাংলাদেশের রেকর্ড রান তুলে শেষ পর্যন্ত ৯১ রানের জুটি গড়েন তারা স্রেফ ৭.১ ওভারে। ৭ চার ও ৩ ছক্কায় ৩৮ বলে ৬৭ রানের ইনিংস খেলেন রনি। লিটনের ব্যাট থেকে আসে ২৩ বলে ৪৭। ম্যাচের দ্বিতীয় ভাগে ভালো শুরু পাওয়া আইরিশদের আশা গুঁড়িয়ে ১ ওভারেই ৩ উইকেট নেন তাসকিন। শেষ পর্যন্ত ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ উইকেট নেন তিনি ১৬ রানে। টস জয়ী আয়ারল্যান্ড বোলিং শুরু করে হেরি টেক্টরকে দিয়ে। ক্যারিয়ারের প্রথম ৫১ টি-টোয়েন্টিতে তিনি একটি বলও করেননি। তবে আগের সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচেই নতুন বলে দুর্দান্ত পারফর্ম করেন। এ দিন অবশ্য সুবিধা করতে পারেননি তার অফ স্পিনে। প্রথম ওভারে তাকে ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কায় শুরু করেন লিটন। পরের ওভারে মার্ক অ্যাডায়ারকে পুল করে উড়িয়ে সীমানা ছাড়া করেন রনি। ব্যস, দুজনের রান রথ ছুটতে থাকে। পরের দুই ওভারে আর পেরে ওঠেনি আইরিশরা। শেষ ওভারে অসাধারণ ক্যাচে টেক্টরকে ফেরান মিরাজ, ৪ উইকেট পূর্ণ করেন তাসকিন। বাংলাদেশ মাঠ ছাড়ে স্বস্তিতে। ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়ায় ম্যাচ সেরার পুরস্কার নিতে পারেননি রনি তালুকদার। তার হয়ে তা গ্রহণ করেন অধিনায়ক সাকিব।