1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০১:৪৭ অপরাহ্ন

সৌদি আরবে শুক্রবার ঈদ

  • প্রকাশের সময়ঃ- বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২১ পড়া হয়েছে

ডেস্ক নিউজঃ-  সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে (২১ এপ্রিল) শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় দেশটির চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানিয়েছে। আরবনিউজ তাদের প্রতিবেদনের এতথ্য জানিয়েছে। গালফনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে যে ২০ এপ্রিল রমজান মাসের শেষ দিন হবে এবং শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয়। বাংলাদেশে চাঁদ দেখা কমিটি শুক্রবার বৈঠক ডেকেছে।এদিন বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ওই বৈঠক থেকেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। এদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সিংগাপুর ও জাপানে ঈদুল ফিতর উদ্‌যাপন করা হবে আগামী শনিবার।

বৃহস্পতিবার দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এই সাত দেশেই রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। সে হিসাবেই শনিবার হবে শাওয়াল মাসের প্রথম দিন।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640