নিজস্ব প্রতিবেদকঃ-
আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হবিগঞ্জের লাখাই উপজেলায় রাস্তা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ২০ জন।
শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব বামৈ গ্রামে এ ঘটনা ঘটে বলে লাখাই থানার ওসি মো. নুনু মিয়া জানান।
নিহত ইসাক মিয়া (৬৫) ওই গ্রামের প্রয়াত রহমান মিয়ার ছেলে।
আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি নুনু মিয়া জানান, ওই গ্রামের একটি রাস্তা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার দুপুরে বিবদমান দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় উভয় পক্ষকে থামাতে গিয়ে ইসাক মিয়া গুরুতর আহত হন; উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।
মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।