নিজস্ব প্রতিবেদকঃ-
মাননীয় পুলিশ সুপার, ভোলা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয় এর নির্দেশনা মোতাবেক তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর তত্বাবধায়নে তজুমদ্দিন থানার সাধারন ডায়েরী নং-৬১৮, তাং-১৫/০৯/২০২২ ইং মূলে মোসাঃ ফাতেমা বেগম(৩২), স্বামী মোঃ নোমান পাটোয়ারী, সাং- দক্ষিণ কেয়ামূল্য, ৯নং ওয়ার্ড, থানা তজুমদ্দিন, জেলা ভোলা এর হারিয়ে যাওয়া OPPO-16 মোবাইল ফোন এবং তজুমদ্দিন থানার সাধারন ডায়েরী নং-৭২৫, তাং-১৯/১০/২০২২ ইং মূলে মোঃ গিয়াস উদ্দিন(২২), পিতা মোঃ আঃ হান্নান, সাং উত্তর চাচড়া, ৩নং ওয়ার্ড, থানা তজুমদ্দিন, জেলা ভোলা এর হারিয়ে যাওযা SYMPHONY ATOM 2 মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
বিঃদ্রঃ – সকলে পুরাতন মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ে সতর্ক থাকুন।