ঢাকাই চলচ্চিত্রের আলোচিত্র চিত্রনায়িকা পরীমনি কয়েকদিন আগেই জানিয়েছেন জ্বরে আক্রান্ত তিনি। তার একদিন পরই জানান অসুস্থতার কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতাল থেকেই একমাত্র ছেলে রাজ্যকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে নিজেই নিজেকে মা দিবসের শুভেচ্ছা জানান পরী। এদিকে মঙ্গলবার (১৬ মে) ভোরে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে শরিফুল রাজের স্ত্রী লিখেন, ‘গতকাল ৮ ঘণ্টার মাথায় রাজ্যের কান্নার জন্য আমার ক্যানোলা খুলে দেয়া হয়। আজকে বাটারফ্লাই দিয়ে আমাকে এন্টিবায়োটিক দেয়া হয়।’ তিনি আরো লেখেন, ‘সেখানে এই ছোট্ট একটা ব্যান্ডেজও সে রাখতে দেবে না। সকালে ডক্টর রুমে ঢোকার সঙ্গে সঙ্গে রাজ্য আমার গলা শক্ত করে জরিয়ে ধরে। থার্মোমিটারটা পর্যন্ত ওর সামনে বের করতে পারে না কেউ। আর কি লিখব! গলাটা ধরে এলো কান্নায়…।’ উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।