1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০২:৫০ অপরাহ্ন

১৮ অক্টোবর পালিত হবে শেখ রাসেল দিবস পদক

  • প্রকাশের সময়ঃ- বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৫৮ পড়া হয়েছে

ডেস্ক নিউজ ।।

শেখ রাসেল দিবসে পদক পাবে কৃতি শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আবেদন আহবান করা হয়েছে। অনূর্ধ্ব ১৮ বয়সের শিক্ষার্থীদের কাছে অনলাইন আবেদন পাঠাতে আহবান জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আগামী ১৮ অক্টোবর পালিত হবে শেখ রাসেল দিবস। এ দিবসের গুরুত্ব বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে ‘শেখ রাসেল পদক ২০২৩’ প্রদান করা হবে। এজন্য অনূর্ধ্ব ১৮ বয়সের শিক্ষার্থীদের কাছে অনলাইন আবেদন পাঠাতে আহ্বান জানিয়েছে ডিপিই। সূত্র জানায় গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এ দিবস উপলক্ষ্যে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশি শিশু-কিশোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ‘শেখ রাসেল পদক ২০২৩’ প্রদানের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ মে পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যাবে। এরপর যাচাই-বাছাই, মূল্যায়ন ও ঘোষণার তফসিল ঘোষণা করা হবে। ১৮ অক্টোবর শেখ রাসেল দিবসে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হবে। পুরস্কারপ্রাপ্ত হলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান একই উদ্ভাবন বা অবদানের জন্য পরবর্তীতে আর বিবেচিত হবেন না। আবেদন দাখিলের ক্ষেত্রে ‘শেখ রাসেল পদক নীতিমালা ২০২২’ অনুসরণ করতে হবে।

নীতিমালা এবং বিস্তারিত তথ্যের জন্য www.doict.gov.bd, www.ictd.gov.bd এবং www.sheikhrussel.gov.bd ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640